বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে।
মিউজিক ফলো করে
গান করুন..
ভুলে যদি যাবি মোরে
এই ছিলো গো তোমার মনে
তবে কেন পিরিতি শিখালে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
তবে কেন পিরিতি শিখা..লে
ভুলে যদি যাবি মোরে
এই ছিলো গো তোমার মনে
তবে কেন পিরিতি শিখালে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
তবে কেন পিরিতি শিখা..লে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে।
মিউজিক ফলো করে
গান করুন..
যে জ্বালা আমার বুকে
বুঝবে কি পাড়ার লোকে
নিদ্রা নাই অভাগীর নয়নে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
নিদ্রা নাই অভাগীর নয়নে।
যে জ্বালা আমার বুকে
বুঝবে কি পাড়ার লোকে
নিদ্রা নাই অভাগীর নয়নে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
নিদ্রা নাই অভাগীর নয়নে।
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে।
মিউজিক ফলো করে
গান করুন..
জীবন যৌবন করে দান
হইলাম কত অপমান
তবু বন্ধু আসিলো না ফিরে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
তবু বন্ধু আসিলো না ফিরে
জীবন যৌবন করে দান
হইলাম কত অপমান
তবু বন্ধু আসিলো না ফিরে
ও..ও..ও... প্রান বন্ধুরে..
তবু বন্ধু আসিলো না ফিরে
আসবে ঠিকই শোনবে যেদিন
মনির গেছে চলে
আসবে ঠিকই শোনবে যেদিন
মনির গেছে চলে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
বিরহ আগুনে পুড়ি নিশীদিনে
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়াছো ভুলে
প্রান বন্ধুরে..
কোন পরানে রইয়া..ছো ভুলে