menu-iconlogo
huatong
huatong
avatar

Rangabati

Surojit Chatterjee/Imanhuatong
raphaelhaashuatong
Paroles
Enregistrements
ও রঙ্গবতী রে রঙ্গবতী

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কোহন কথা

হায় গো লাজে লাজে, লাজে লাজে

হে লাজে লাজে, লাজে লাজে

লাজে লাজে নাই জাউছে মথা মোর

নাই করো নাই করো অথা।

Interlude

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারি কথা

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারি কথা

হায় গো লাজে, লাজে লাজে,

হায় গো লাজে, লাজে লাজে

হায় লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে

নাই কোনো নাই কোনো ব্যথা।

লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে

নাই কোনো নাই কোনো ব্যথা।

স্বপনো দিলে স্বপনো,

স্বপনো আমার দিলে স্বপনো

রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার

রঙ্গবতী, রঙ্গবতী,

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী।

Interlude

প্রিয়া প্রিয়ার নোলক,

হাতে কাঁকনও

মন বিহঙ্গনও

আমার জীবনও

ধুলায় উড়ি যায় রে,

প্রিয়া প্রিয়ার নোলক,

হাতে কাঁকনও

মন বিহঙ্গনও

আমার জীবনও ধুলায় উড়ি উড়ি উড়ি যায় রে।

মুখে কোনো কথা নাই যে গো

মুখে কোনো কথা নাই যে গো

মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে

আঁখিরো বাহারে

সর্ষার ক্ষেতে দুইজন গো,

মন আকারে সাকারে

আঁখিরো বাহারে

সর্ষার ক্ষেতে বসে গো।

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল

কুহু কুহু ডাকে আমার

বুকের মাঝে হয় তোলপাড়।

রঙ্গবতী, রঙ্গবতী,

ও রঙ্গবতী রে রঙ্গবতী

ও রঙ্গবতী রে রঙ্গবতী।

হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারি কথা

রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে

হাবুডুবু তোমারি কথা

হায় গো লাজে লাজে লাজে,

হায় গো লাজে লাজে লাজে

হায় লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে

নাই কোনো নাই কোনো ব্যথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কোহন কথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কোহন কথা

রঙ্গবতী রঙ্গবতী কনকলতা

হসি পদে কোহন কথা

Davantage de Surojit Chatterjee/Iman

Voir toutlogo

Vous Pourriez Aimer