menu-iconlogo
huatong
huatong
avatar

একবার যদি কেউ ভালোবাসতো

Syed Abdul Hadihuatong
fujis2prohuatong
Paroles
Enregistrements
একবার যদি কেউ ভালোবাসতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

এ জীবন তবু কিছু না কিছু পেত।।

একবার যদি কেউ ভালোবাসত

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো.....

যদি এমন হতো একটি কথা

আমায় বলে কেউ

ভেঙে দিত সব নীরবতা

যদি এমন হতো একটি কথা

আমায় বলে কেউ

ভেঙে দিত সব নীরবতা

এ জীবন তবু কিছু না কিছু পেত।।

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো...

যদি এমন হতো একটি শ্রাবণ

আমায় কাঁদিয়ে বলে যেত সে

এইতো মরণ

যদি এমন হতো একটি শ্রাবণ

আমায় কাঁদিয়ে বলে যেত সে

এইতো মরণ

এ জীবন তবু কিছু না কিছু পেত...

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো

এ জীবন তবু কিছু না কিছু পেত।।

একবার যদি কেউ ভালোবাসতো

আমার নয়ন দুটি জলে ভাসতো

আর ভালোবাসতো.....

Thank You

Davantage de Syed Abdul Hadi

Voir toutlogo

Vous Pourriez Aimer

একবার যদি কেউ ভালোবাসতো par Syed Abdul Hadi - Paroles et Couvertures