menu-iconlogo
huatong
huatong
syed-abdul-hadi-amonoto-prem-hoy-cover-image

Amonoto Prem Hoy

Syed Abdul Hadihuatong
rolf_hochreutenerhuatong
Paroles
Enregistrements
এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে

ও..পাষাণে বাঁধে যে হৃদয়

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

ও...ফুল ফোঠে ঝরে যায়,এইতো রীতি

ও...তবু কেন চিরদিন প্রেম পিরিতি

শত ব্যাথা সয়ে সয়ে..

ও..ধূপশিখা হয়ে জেগে রয়..

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

ও...যা কিছু আমার ছিল,দিয়েছি তারে

ও...ভালোবাসা চিরদিন এমনি করে

শত জ্বালা বুকে নিয়ে..

ও..কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়..

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

নিজে নিজে জ্বলে পুড়ে..

ও..পাষাণে বাঁধে যে হৃদয়

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

এমনও তো প্রেম হয়

ও..চোখের জ্বলে কথা কয়

Davantage de Syed Abdul Hadi

Voir toutlogo

Vous Pourriez Aimer