menu-iconlogo
huatong
huatong
avatar

Matal

Syed Omyhuatong
rteqwrhuatong
Paroles
Enregistrements
এ কী খাওয়াইছো আমায়?

ঘুরে আসমান জমিন ভাই

সবই উলটপালট রঙিন রঙিন যেদিকে তাকাই

এ কী খাওয়াইছো আমায়?

ঘুরে আসমান জমিন ভাই

সবই উলটপালট রঙিন রঙিন যেদিকে তাকাই

আশে-পাশে সুন্দরী আর পরী দেখতে পাই

ডাইনে বামে মুচকি হাঁসে, ধরতে গেলে নাই

মায়া জালে হাঁসির ছলে

মায়া জালে হাঁসির ছলে দিবানা বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে মায়া লাগাইছে

এর নামটা নাকি তাড়ী

করে ভীষণ বাড়াবাড়ি

আরে মাথার ভেতর পকার মত করে নাড়ানাড়ি

খেয়ে মন্দ নয়তো ভালো, লাগে একটু এলোমেলো

সাদা পানীর মত পেটে গিয়ে পরীর খেয়াল এলো

মায়া জালে হাঁসির ছলে

মায়া জালে হাঁসির ছলে দিবানা বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে মায়া লাগাইছে

আয়, দে রে না, দে রে না, দে রে না (গেছে!)

প্রেমিক মাতাল আমি, কথাতে তোতলামি

নেশার ঘুরে পেছনে পড়ে বেড়েছে পাগলামী

দেখলে মনটা জুড়ায়, মাথাটাও ঘুরায়

ছুঁইতে গেলে পাইনা কাছে, বোতলটাও ফুরায়

মায়া জালে হাঁসির ছলে

মায়া জালে হাঁসির ছলে দিবানা বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে মায়া লাগাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে পাগল বানাইছে

মাতাল বানাইছে, আমারে মাতাল বানাইছে

পাগল বানাইছে, আমারে মায়া লাগাইছে

Davantage de Syed Omy

Voir toutlogo

Vous Pourriez Aimer

Matal par Syed Omy - Paroles et Couvertures