menu-iconlogo
huatong
huatong
tahsanmithila-brittalapon-cover-image

Brittalapon

Tahsan/Mithilahuatong
🍁Ahsan-GP🎸🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩huatong
Paroles
Enregistrements
Brittalapon

tahsan and mithila

জীবনের আলাপন, কত যে মায়া

শত মানুষের ভিড়ে তোমায় পাওয়া

বলেছিলাম ভালোবাসা চাই

ভালোবাসিনা আমি তোমাকে.. বলেছিলাম।

ভালোবাসিনা আমি তোমাকে.. কখনো না !

ভালোবাসিনা আমি তোমাকে.. স্বপ্ন দেখে যাও

ভালোবাসিনা আমি তোমাকে.. একদমই না,

তুমি আমার কে?

Instrumental

ভালোবাসোনা তুমি আমাকে, কেন?

ভালোবাসোনা তুমি আমাকে.. হয়তো একটু!

ভালোবেসোনা তুমি আমাকে, আর কখনো চাইনা

ভালোবেসোনা তুমি আমাকে, একদমই না,

আমি তোমার কে?

আজ তুমি বড়ই আমার আপন

আমার পৃথিবী আজ তোমার হাতে

তোমার চোখের ভাষায় বুঝে নেব

ভালোবাসি শুধু তোমাকে আমি,

ভালোবাসি শুধু তোমাকে, তবু কখনো বলবো না !

ভালোবাসি শুধু তোমাকে, শুধু যে তোমায়

ভালোবাসি শুধু তোমাকে,

কখনো বুঝবে না আমি তোমার যে !

Davantage de Tahsan/Mithila

Voir toutlogo

Vous Pourriez Aimer