menu-iconlogo
huatong
huatong
avatar

আলো আলো

Tahsan Rahman Khanhuatong
omgitsmichal13huatong
Paroles
Enregistrements

তুমি আর তো কারো নও শুধু আমার

যত দূরে সরে যাও রবে আমার

স্তুব্দ সময় টাকে ধরে রেখে

স্মৃতির পাতায় শুধু তুমি আমার

কেন আজ এত একা আমি...

আলো হয়ে দূরে তুমি...

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না...

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না....

হবে না, হবে না..... হবে না.........

রোমন্থন করি ফেলে আসা

দৃশ্যপট স্বপনে আঁকা

লুকিয়ে তুমি কোন সদুরে

হয়ত ভবিষ্যতের আড়ালে

ঘাসের চাদরে শুয়ে একা

আকাশের পানে চেয়ে জেগে থাকা ...

তবে আজ এত একা কেন,

আলো হয়ে দূরে তুমি

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না...

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না.....

হবে না.. হবে না.. হবে না.............

না নানা নানা না না না ...না না না না

না নানা নানা না না না ...।নানা নানা

কেন আজ এত একা আমি..........

আলো হয়ে দূরে তুমি...........

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না.....

আলো আলো আমি কখনও খোজে পাব না

চাঁদের আলো তুমি কখনও আমার হবে না.....

হবে না... হবে না....

হবে না.............

Davantage de Tahsan Rahman Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer