menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Prithibi

TajWar/Tahsin Ahmedhuatong
secretalienhuatong
Paroles
Enregistrements
তোমাকে খুঁজি

বিকেলে রোজ দিন তুমি একাকী

জানালার ফাঁকে

তাকিয়ে কার নামে দিচ্ছ উকি

শুনছো কি তুমি দাড়িয়ে

ডাকছি আমি

উপেক্ষা করে কাকে

খুঁজো তুমি

তোমাকে খুঁজি আনমনে

তুমি কোথায় হারিয়ে

কেন লুকোচুরি খেলো

আমার মন নিয়ে

যাবে যাবে কি

অভিমানী মন ভেঙে আসো দেখি

তোমার নামে আমি লিখে দিয়েছি

আমার পৃথিবী (পৃথিবী)

তুমি হারিয়ে

কথা বলোনা কেন আছো যে লুকিয়ে

দরজা খুলে দাড়িয়ে আছি

তোমার দুয়ারে সে কে

শুনছো কি তুমি দাড়িয়ে

ভাবছি আমি

কেন অবহেলা তোমার

অসহায় আমি

তোমাকে খুঁজি আনমনে

তুমি কোথায় হারিয়ে

কেন লুকোচুরি খেলো

আমার মন নিয়ে

যাবে যাবে কি

অভিমানী মন ভেঙে আসো দেখি

তোমার নামে আমি লিখে দিয়েছি

আমার পৃথিবী (পৃথিবী)

ছুয়ে দেও তুমি

তোমাকে তোমার জন্যে ভালোবাসি

তোমার মুখে তার জন্যে

কেন মিথ্যে হাসি

যাবে যাবে কি

অভিমানী মন ভেঙে আসো দেখি

তোমার নামে আমি লিখে দিয়েছি

আমার পৃথিবী (পৃথিবী)

পৃথিবী

Davantage de TajWar/Tahsin Ahmed

Voir toutlogo

Vous Pourriez Aimer

Amar Prithibi par TajWar/Tahsin Ahmed - Paroles et Couvertures