menu-iconlogo
huatong
huatong
tanjib-sarowar-dube-dube-valobashi-cover-image

Dube Dube Valobashi

Tanjib Sarowarhuatong
13354869442huatong
Paroles
Enregistrements
তুমি না ডাকলে আসবো না

কাছে না এসে ভালোবাসবো না

দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?

নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে

চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছি

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বুলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরোনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়

শেষ ছবিটা দেখি বারে বারে আহা! দেখি,

আমি গোপনে ভালোবেসেছি,

বাড়ি ফেরা পিছিয়েছি

তোমায় নিয়ে যাবো বলে।

একবার এসে দেখো,

এসে বুকে মাথা রেখো

বুলে দেবো চুলে রেখে হাত...

দূরের আকাশ নীল থেকে লাল

গল্পটা পুরনো,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি,

ডুবে ডুবে ভালোবাসি

তুমি না বাসলেও আমি বাসি।

Davantage de Tanjib Sarowar

Voir toutlogo

Vous Pourriez Aimer