menu-iconlogo
huatong
huatong
avatar

Cholona

tanjib sarwarhuatong
Czan_star660huatong
Paroles
Enregistrements
তুই ছাড়া এ মন আমার

কিছু বোঝে না,

এক হয়ে যাই চল আবার

ভুলে দোটানা।

তুই ছাড়া এ মন আমার

কিছু বোঝে না,

এক হয়ে যাই চল আবার

ভুলে দোটানা।

সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান

এ হাতে তুই হাত রাখ না ..

আমার ভালোবাসা নয় ছলনা

কখনো ছেড়ে তোকে যাবোনা,

আমার ভালোবাসা নয় ছলনা

কখনো ছেড়ে তোকে যাবোনা,

কখনো ছেড়ে তোকে যাবো না।।

একই পথে হাঁটতে চাই

বলতে চাই না বলা কথা,

তুই ছাড়া এই আমার

মনে হয় জীবন বৃথা।

ও.. একই পথে হাঁটতে চাই

বলতে চাই না বলা কথা,

তুই ছাড়া এই আমার

মনে হয় জীবন বৃথা।

সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান

এ হাতে তুই হাত রাখ না ..

আমার ভালোবাসা নয় ছলনা

কখনও ছেড়ে তোকে যাবোনা,

আমার ভালোবাসা নয় ছলনা

কখনও ছেড়ে তোকে যাবোনা,

কখনও ছেড়ে তোকে যাবো না।।

ব্যথা যত ভুলে যাই

অযথাই থাকলে তুই পাশে,

এই আমি বাঁচতে চাই

আজীবন তোকে ভালোবেসে।

ব্যথা যত ভুলে যাই

অযথাই থাকলে তুই পাশে,

এই আমি বাঁচতে চাই

আজীবন তোকে ভালোবেসে।

সব ভুলে অভিমান, ছেড়ে যত পিছুটান

এ হাতে তুই হাত রাখ না ..

আমার ভালোবাসা নয় ছলনা

কখনো ছেড়ে তোকে যাবোনা,

আমার ভালোবাসা নয় ছলনা

কখনো ছেড়ে তোকে যাবোনা,

কখনো ছেড়ে তোকে যাবো না।।

Davantage de tanjib sarwar

Voir toutlogo

Vous Pourriez Aimer