menu-iconlogo
huatong
huatong
tanveer-evan-shunno-cover-image

Shunno

Tanveer Evanhuatong
ray0176_spyuhuatong
Paroles
Enregistrements
দেখবেনা কেউ আমার এই কান্না

বুঝবেনা কেউ কত ক্ষত আঘাত

সয়েছে এই মন, কতবার কেঁদে কেঁদে

হয়েছে শেষে হতভাগা।

শুরু থেকেই…. আমি একাই..

হেঁটে চলেছি এ দিশেহারা পথ

ছিলনা কেউ, আমার পাশে

ধরেনি কেউ আমার এই হাত..

তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে

তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে

এত সহজে ছেড়ে দিলে হাত..

তুমি ছাড়া শূন্য শূন্য লাগে

ঠোঁটে আসে নাম তোমার বারেবারে,

বোঝায় কাকে, এ কেমন ব্যথা…

স্বপ্নগুলো, সব এলোমেলো,

আমাকে ভালবাসবে বলে কেন বাসলেনা?

সব ভুল আমার, আমি মেনে নেই এই অপবাদ

তবুও- আমাকে ভালবাসবে বলে বাসলেনা।

যত ভুল জমা আছে দেখ মনে

সব লিখে রেখেছি গোপনে

আমি চলে গেলে তুমি বড় একা ক্লান্ত রাতে..

সব ছেড়ে আমিও চলে যাব,

তখন বুঝবে তুমি কি হারিয়েছ

আমায় একা ফেলে তুমি দূরে কেন যাবে?

তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে

তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে

এত সহজে ছেড়ে দিলে হাত..

তুমি ছাড়া শূন্য শূন্য লাগে

ঠোঁটে আসে নাম তোমার বারেবারে,

বোঝায় কাকে, এ কেমন ব্যথা…….

তুমি বড় প্রিয়, আমার প্রিয়,

তুমি আমার মনের আঙ্গিনায় থাকো,

তুমি এত প্রিয় আমার কাছে,

কত প্রিয় আমার কাছে,

এত প্রিয় আমার কাছে, জানোনা!

Davantage de Tanveer Evan

Voir toutlogo

Vous Pourriez Aimer