menu-iconlogo
huatong
huatong
avatar

Prem Jeno Ek Projapoti

Taposh/Niaz Mohammad Chowdhuryhuatong
pilooinehuatong
Paroles
Enregistrements
প্রেম যেন এক প্রজাপতি, চোখে এসে বসে

স্মৃতি হয়ে থাকে তোলা মনেরই আরশে

প্রেম যেন এক প্রজাপতি, চোখে এসে বসে

স্মৃতি হয়ে থাকে তোলা মনেরই আরশে

প্রেম যেন এক প্রজাপতি

কেউ তারে পেয়ে যায়, কেউ চেয়ে পায় না

না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না

কেউ তারে পেয়ে যায়, কেউ চেয়ে পায় না

না পাওয়ার যন্ত্রণা কোনোদিন যায় না

তবু প্রেম প্রেমিকেরই, নয় আর কারো সে

প্রেম যেন এক প্রজাপতি

কেউ বলে প্রেম সে তো হৃদয়ের আয়না

একবার ভেঙে গেলে সেই দাগ যায় না

কেউ বলে প্রেম সে তো হৃদয়ের আয়না

একবার ভেঙে গেলে সেই দাগ যায় না

চিরদিন থেকে যায় বিরহের পরশে

প্রেম যেন এক প্রজাপতি, চোখে এসে বসে

স্মৃতি হয়ে থাকে তোলা মনেরই আরশে

প্রেম যেন এক প্রজাপতি

Davantage de Taposh/Niaz Mohammad Chowdhury

Voir toutlogo

Vous Pourriez Aimer