menu-iconlogo
huatong
huatong
avatar

মধ্যবিত্ত

Tasrif Khanhuatong
buffstatehuatong
Paroles
Enregistrements
আমার বাকির দোকান বন্ধ

ঘরে ফুরিয়ে গেছে চাল

এখন চিন্তা করছি চলবে

কিভাবে সামনের দিনকাল

আমার মায়ের ওষুধ হয়নি কেনা

পকেট যে আজ খালি

আমার ঋণ পরিশোধ করার চাপে

মহাজন দেয় গালি

এইভাবে আর না খেয়ে রোজ

কতদিন চলা যায়?

এই জগতে মধ্যবিত্ত

কত যে অসহায়

এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে

হতাশায় ফিরি ঘরে

বাজারের ব্যাগ আজকেও খালি

বোঝাবো কেমন করে?

ছেলেমেয়ে বলে কান্নার ছলে

খায়নি দুপুরে কিছু

সব জেনে শুনে ভাঙা এ মনটা

কাঁদে করে মাথা নিচু

ও বিধাতা, প্রভু দয়াময়

করুণার আধার তুমি

তোমার কাছে ফরিয়াদ করি

নিরূপায় আজ আমি

দূর করে দাও এ বিপদ-আপদ

দুর্যোগ, মহামারি

প্রাণ খুলে যেন সবাই আবার

হাসতে-গাইতে পারি

এক-দুই করে তিন মাস ধরে

বাসা ভাড়াটাও বাকি

"আজ নয়, কাল-পরশু" বলে

আর কত দেবো ফাঁকি?

রাত পোহালে বাড়িওয়ালা এসে

ধমকের স্বরে বলে

"ভাড়া দিলে তবে থাকতে পারবে

না দিলে যাও চলে"

এই শহরের মানুষের মন

ইট-পাথরে গড়া

মধ্যবিত্তরাই শুধু আজ

হয় অধিকার-হারা

এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে

হতাশায় ফিরি ঘরে

বাজারের ব্যাগ আজকেও খালি

বোঝাবো কেমন করে?

ছেলেমেয়ে বলে কান্নার ছলে

খায়নি দুপুরে কিছু

সব জেনে শুনে ভাঙা এ মনটা

কাঁদে করে মাথা নিচু

ও বিধাতা, প্রভু দয়াময়

করুণার আধার তুমি

তোমার কাছে ফরিয়াদ করি

নিরূপায় আজ আমি

দূর করে দাও এ বিপদ-আপদ

দুর্যোগ, মহামারি

প্রাণ খুলে যেন সবাই আবার

হাসতে-গাইতে পারি

এসব কথা শুনবে কে আজ

বলবো কাদের কাছে?

শোনার মতো মানসিকতার

মানুষ কি আজ আছে?

নিরূপায় হয়ে পথ হারিয়ে

দেখছি অন্ধকার

আজকাল কে কার খোঁজ নেয়?

কে করে উপকার?

পেটে ক্ষুধা রেখে কষ্টের বুকে

মুখে হাসি রেখে চলি

মধ্যবিত্ত হয়েছি

তাই তো গানে গানে আজ বলি

এখন সারাদিন ঘুরে ক্লান্ত শরীরে

হতাশায় ফিরি ঘরে

বাজারের ব্যাগ আজকেও খালি

বোঝাবো কেমন করে?

ছেলেমেয়ে বলে কান্নার ছলে

খায়নি দুপুরে কিছু

সব জেনে শুনে ভাঙা এ মনটা

কাঁদে করে মাথা নিচু

ও বিধাতা, প্রভু দয়াময়

করুণার আধার তুমি

তোমার কাছে ফরিয়াদ করি

নিরূপায় আজ আমি

দূর করে দাও এ বিপদ-আপদ

দুর্যোগ, মহামারি

প্রাণ খুলে যেন সবাই আবার

হাসতে-গাইতে পারি

Davantage de Tasrif Khan

Voir toutlogo

Vous Pourriez Aimer