menu-iconlogo
huatong
huatong
timir-biswassamadipta-mukherjee-amrito-meghero-bari-cover-image

Amrito Meghero Bari

Timir Biswas/Samadipta Mukherjeehuatong
mt_vindiolahuatong
Paroles
Enregistrements
অমৃত মেঘের বারি

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে

চাতক-স্বভাব না হলে?

চাতক-স্বভাব না হলে?

অমৃত মেঘের বারি

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে

চাতক-স্বভাব না হলে?

চাতক-স্বভাব না হলে?

মেঘে কত দেয় গো ফাঁকি

তবু চাতক মেঘের ভুখি

মেঘে কত দেয় গো ফাঁকি

তবু চাতক মেঘের ভুখি

তেমনি নিরিখ রাখলে আঁখি

তেমনি নিরিখ রাখলে আঁখি

তারে সাধক বলে

চাতক-স্বভাব না হলে

চাতক-স্বভাব না হলে

অমৃত মেঘের বারি

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে

চাতক-স্বভাব না হলে?

চাতক-স্বভাব না হলে?

চাতক পাখির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা

চাতক পাখির এমনি ধারা

তৃষ্ণায় জীবন যায় গো মারা

অন্য বারি খায় না তারা

অন্য বারি খায় না তারা

মেঘের জল বিনে

চাতক-স্বভাব না হলে

চাতক-স্বভাব না হলে

অমৃত মেঘের বারি

অমৃত মেঘের বারি

মুখের কথায় কি মেলে

চাতক-স্বভাব না হলে?

চাতক-স্বভাব না হলে?

অমৃত মেঘের বারি

Davantage de Timir Biswas/Samadipta Mukherjee

Voir toutlogo

Vous Pourriez Aimer