
Koto Ki Thaklo Baki
কত কী থাকল বাকি
চলে গেলি দিয়ে ফাঁকি
কীভাবে যে কাটবে দিন?
তুই ছাড়া দিন অন্তহীন
কত কী থাকল বাকি
চলে গেলি দিয়ে ফাঁকি
কীভাবে যে কাটবে দিন?
তুই ছাড়া দিন অন্তহীন
কোন অদূরে হারিয়ে গেলি
তুই ছিলি বলে ছিলাম
সব বাধা ভুলে গিয়ে
আমি জানি অভিমানী
ছেড়ে গেলি কী কারণে?
আজ থমকে গেল স্বপ্নেরা
কত কী থাকল বাকি
চলে গেলি দিয়ে ফাঁকি
এ সকাল তুই ছাড়া
নিঃস্বতায় আজ ভরা
আজ ফুরিয়ে গেল গল্পেরা
তুই ছিলি বলে ছিলাম
সব বাধা ভুলে গিয়ে
আমি জানি অভিমানী
ছেড়ে গেলি কী কারণে?
আজ থমকে গেল স্বপ্নেরা
Koto Ki Thaklo Baki par Timir Biswas - Paroles et Couvertures