menu-iconlogo
huatong
huatong
tina-ghoshal-amar-bondhu-doyamoy-cover-image

Amar Bondhu Doyamoy

Tina Ghoshalhuatong
shiatsujoehuatong
Paroles
Enregistrements
আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

তোমারে না দেখলে রাধার

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয়, বন্ধু রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

কদম ডালে বইসা রে, বন্ধু, ভাঙ্গো কদম্বের আগা

কদম ডালে বইসা রে বন্ধু ভাঙ্গো কদম্বের আগা

শিশুকালে প্রেম শিখাইয়া

শিশুকালে প্রেম শিখাইয়া যৈবনকালে দাগা রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

তমাল ডালে বইসা রে, বন্ধু, বাজাও রঙের বাশি

তমাল ডালে বইসা রে, বন্ধু, বাজাও রঙের বাশি

সুর শুনিয়া রাধার মন

সুর শুনিয়া রাধার মন হইলো যে উদাসী রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া

ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া

নিভ্যা ছিল মনের আগুন

নিভ্যা ছিল মনের আগুন, কে দিলায় জ্বালাইয়া রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

তোমারে না দেখলে রাধার

তোমারে না দেখলে রাধার

জীবন কেমনে রয়, বন্ধু রে

আমার বন্ধু দয়াময়

তোমারে দেখিবার মনে লয়

Davantage de Tina Ghoshal

Voir toutlogo

Vous Pourriez Aimer