হা হা হা হা হা....
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভোলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভোলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
যে ভালোবাসে জানে
তার কি ব্যাথা
প্রনয়ের ঝড়ে ভাঙ্গে
কেনো দেওয়া কথা
দুঃস্বপ্ন কেনো স্বপ্নেরা হয়
মনে ভাঙলেই তাই
মনে আসে ভয়
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভোলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
চারিদিকে নিরবতা কেনো নেমে আসে
সুখ দূরে গিয়ে আসে
দুঃখরা পাশে
কেনো তবে প্রেম যে
শুধুই কাঁদায়
হৃদয়কে ঢেকে দেয়
শুধু কুয়াশা
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভোলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না
জীবনে প্রথম প্রেমেরই স্মৃতি
কোনদিন ভোলা যায় না
দুঃখ পেলে মন ভেঙ্গে গেলে
কখনো জোড়া লাগে না