menu-iconlogo
logo

Amar bela je jai

logo
avatar
Titulogo
♥️🙏king👌🎺🍁logo
Chanter dans l’Appli
Paroles
Amar belaverviewVideosLyricsListen

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায়

একতারাটির একটি তারে

গানের বেদন বইতে নারে

একতারাটির একটি তারে

গানের বেদন বইতে নারে

তোমার সাথে বারে বারে

হার মেনেছি এই খেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায়

এ তার বাঁধা কাছের সুরে

ওই বাঁশি যে বাজে দূরে

আমার এ তার বাঁধা কাছের সুরে

ওই বাঁশি যে বাজে দূরে

গানের লীলার সেই কিনারে

যোগ দিতে কি সবাই পারে

বিশ্ব হৃদয় পারাবারে

রাগ রাগিণীর জাল ফেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে

তোমার সুরে সুরে সুর মেলাতে

আমার বেলা যে যায়