menu-iconlogo
logo

Koto din pora ela/titu

logo
avatar
Titulogo
🌲🍁princh🌲🍁logo
Chanter dans l’Appli
Paroles
Koto

কতদিন পরে এলে

কতদিন পরে এলে

একটু বসো

কতদিন পরে এলে

একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোন

কতদিন পরে এলে

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে

সেই ঝড় একটু উঠুক

তোমার মনের ঘরে

বহুদিন এমন কথা বলার ছুটি

পাইনি যেন

কতদিন পরে এলে

একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোন

কতদিন পরে এলে

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা

সেই পথ তেমনি আছে

সবুজ ঘাসে ঢাকা

চেনা গান বাজলো যদি

বেজেই আবার থামবে কেন

কতদিন পরে এলে

একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিল

যদি শোন

কতদিন পরে এলে