
Koto din pora ela/titu
Koto
কতদিন পরে এলে
কতদিন পরে এলে
একটু বসো
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা
সেই পথ তেমনি আছে
সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন
কতদিন পরে এলে
একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন
কতদিন পরে এলে