menu-iconlogo
huatong
huatong
avatar

মন শুধু মন ছুঁয়েছে

Topon Choudhuryhuatong
nusmannhuatong
Paroles
Enregistrements
মন শুধু মন ছুঁয়েছে

মন শুধু মন ছুঁয়েছে

ও ..সে তো মুখ খোলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয়নি

মন শুধু মন ছুঁয়েছে

ও ..সে তো মুখ খোলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয়নি

মন শুধু মন ছুঁয়েছে

Follow me

চোখের ও দৃষ্টি যেনো...

মনেরও গীতি কবিতা ..

বুকেরও ভালোবাসা ...

সেথায় রয়েছে গাঁথা

চোখের ও দৃষ্টি যেনো...

মনেরও গীতি কবিতা ..

বুকেরও ভালোবাসা ...

সেথায় রয়েছে গাঁথা

আমি তো সেই কবিতা পড়েছি

মনে মনে সুর দিয়েছি

কেউ জানেনি

মন শুধু মন ছুঁয়েছে

Follow me

যখনই তোমার চোখে ..

আমার মুখ খানি দেখি ..

স্বপনও কুসুম থেকে ..

ঋদয়ে সুরভী মাখি..

যখনই তোমার চোখে ..

আমার মুখ খানি দেখি ..

স্বপনও কুসুম থেকে ..

ঋদয়ে সুরভী মাখি..

তুমি কি সেই সুরভী পেয়েছো

স্বপনের ও দ্বার খুলেছো

কিছু জানিনি

মন শুধু মন ছুঁয়েছে

ও ..সে তো মুখ খোলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয়নি

মন শুধু মন ছুঁয়েছে

ও ..সে তো মুখ খোলেনি

সুর শুধু সুর তুলেছে

ভাষা তো দেয়নি

Davantage de Topon Choudhury

Voir toutlogo

Vous Pourriez Aimer