menu-iconlogo
huatong
huatong
avatar

Pathorer Prithibite Kacher Hridoy

Topon Choudhuryhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Paroles
Enregistrements
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না..

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

মরণ নিয়ে তারাই ভাবে

যারা ভালোবাসিতে জানে না

সোনার চান্দি তারাই খোঁজে

যারা হৃদয়টাকে চেনে না

ভালোবাসার অনুভবে

দুচোখভরা স্বপ্ন রবে

আরতো কিছুই চাই না..

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না..

তবু প্রেমেরতো শেষ হবে না

কুঁড়ে ঘরে চাঁদের আলো

যদি ঝরে পড়ে গো অঝরে

সোনার পালঙ্ক চাইনা আমি

যদি রাখো জড়িয়ে আদরে

তাজমহলের শ্বেত পাথরে

নাইবা গেলাম খোদাই করে

দুটি নামের ঠিকানা

তবু প্রেমেরতো শেষ হবেনা

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়

ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়

তবু প্রেমেরতো শেষ হবে না

তবু প্রেমেরতো শেষ হবে না

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

লা লা লা লা লা লা………

হুম হুম হুম হুম হুম....

Davantage de Topon Choudhury

Voir toutlogo

Vous Pourriez Aimer