menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Chole Jao

Topu/Raef al Hasan Rafahuatong
rlinkelhuatong
Paroles
Enregistrements
(তুমি চলে যাও, পৃথিবীটা একা একা

তুমি চলে যাও, পৃথিবীটা একা একা)

বন্ধু, আড্ডা, গান চারিদিকে প্রাণ, কত প্রাণ

তারই মাঝে বসে হাসি, করি অনুভূতির অপমান

বলে, "ভুলে যাও, ভুলে যাও" ভোলা হল না তাও

মুখে বলি, "ভুলে গেছি" বলি, "গল্পটা পাল্টাও"

তুমি চলে যাও, একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার? তোমার না আমার, বলে দাও

নিজের সাথে যুদ্ধ আমার

আমি শত্রু, আমি হাতিয়ার

চাইছ তুমি, পারবে না তো করতে উপকার

আজকে আমি যুদ্ধে জয়ী

নিজের স্বপ্ন নিজেই গড়ি

তুমি আমার বাঁচতে শেখার প্রথম হাতেখড়ি

তুমি চলে যাও, একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার? তোমার না আমার, বলে দাও

(তুমি চলে যাও, একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার? তোমার না আমার, বলে দাও)

তুমি চলে যাও, একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার? তোমার না আমার, বলে দাও

স্বপ্নের শুরুতে তুমি, কিছু দূরও ছিলে তুমি

মাঝপথে চলে গেলে শেষটা করবে কে?

এ তো নয় অভিযোগ, এ নয় হতাশা

শুরুটাতে ছিলে তুমি, এই কি বেশি না?

তুমি চলে যাও, একা বাঁচা কি শেখাও?

পৃথিবীটা কার? তোমার না আমার, বলে দাও

বলো না

(তুমি চলে যাও, yeah, পৃথিবীটা একা একা)

Davantage de Topu/Raef al Hasan Rafa

Voir toutlogo

Vous Pourriez Aimer

Tumi Chole Jao par Topu/Raef al Hasan Rafa - Paroles et Couvertures