menu-iconlogo
huatong
huatong
avatar

তীর হারা এই ঢেউয়ের সাগর#

Trackhuatong
অচেনা🕺মানব.huatong
Paroles
Enregistrements
দেশের গান

তীর হারা এই ঢেউয়ের সাগর

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

আমরা ক’জন নবীন মাঝি

হাল ধরেছি

শক্ত করে রে।।

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে

জীবনের স্বাদ নাহি পাই

ওওওও.....ওওওওও

জীবন কাটে যুদ্ধ করে

প্রাণের মায়া সাঙ্গ করে

জীবনের স্বাদ নাহি পাই

ঘর-বাড়ির ঠিকানা নাই

দিন-রাত্রি জানা নাই

চলার ঠিকানা সঠিক নাই

জানি শুধু চলতে হবে

এ তরী বাইতে হবে

আমি যে সাগর মাঝি রে।

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

জীবনের রঙে মনকে টানে না

ফুলের ঐ গন্ধ কেমন জানি না

জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না

তারাও তো ভুলে কভু ডাকে না

জীবনের রঙে মনকে টানে না

ফুলের ঐ গন্ধ কেমন জানি না

জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না

তারাও তো ভুলে কভু ডাকে না

জীবনের রঙে মনকে টানে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে

আকাশ যখন ভেঙে পড়ে

ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়

ওওওও.....ওওওওও

বৈশাখের ওই রুদ্র ঝড়ে

আকাশ যখন ভেঙে পড়ে

ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়

হাতছানি দেয় বিদ্যুৎ আমায়

হঠাৎ কে যে শঙ্খ শোনায়

দেখি ঐ ভোরের পাখি গায়

তবু তরী বাইতে হবে

খেয়া পারে নিতেই হবে

তবু তরী বাইতে হবে

খেয়া পারে নিতেই হবে

যতই ঝড় উঠুক সাগরে..

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

আমরা ক’জন নবীন মাঝি

হাল ধরেছি

শক্ত করে রে।।

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

তীরহারা এই ঢেউয়ের সাগর,

পাড়ি দিব রে

Davantage de Track

Voir toutlogo

Vous Pourriez Aimer