menu-iconlogo
huatong
huatong
upal-chaile-tumi-jante-paro-by-the-trap-cover-image

Chaile tumi jante Paro by the trap

Upalhuatong
༆⑅⃝🕊️🇱u200b🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Paroles
Enregistrements
চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর

গিয়েছে কেটে বিনিদ্র রাত

তোমারই ভাবনায়

আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)

শ্রাবনের বরষায় দু: খ হয়ে

বিষন্ন এই রাতে যেন ভরা নিলীমায় (২)

তবু তারে বাসি ভালো সে তো বোঝে না

আকাশে তো লক্ষ তারা নেই জোছনা

কুয়াশা ভরা তোমার ঐ মায়াবী চোখে

অগোচরে ঘুমেরা আমায় দিয়ে যায় ফাকি

তবু তারে খুজে ফিরি আমারই মাঝে

আকাশে তো..........................

চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর

গিয়েছে কেটে বিনিদ্র রাত

তোমারই ভাবনায়

আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)

Davantage de Upal

Voir toutlogo

Vous Pourriez Aimer