চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর
গিয়েছে কেটে বিনিদ্র রাত
তোমারই ভাবনায়
আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)
শ্রাবনের বরষায় দু: খ হয়ে
বিষন্ন এই রাতে যেন ভরা নিলীমায় (২)
তবু তারে বাসি ভালো সে তো বোঝে না
আকাশে তো লক্ষ তারা নেই জোছনা
কুয়াশা ভরা তোমার ঐ মায়াবী চোখে
অগোচরে ঘুমেরা আমায় দিয়ে যায় ফাকি
তবু তারে খুজে ফিরি আমারই মাঝে
আকাশে তো..........................
চাইলে তুমি জানতে পারো কতগুলো প্রহর
গিয়েছে কেটে বিনিদ্র রাত
তোমারই ভাবনায়
আকাশেতে লক্ষ তারা নেই জোছনা (২)