কেন ওপরে তাকালে কেন
বাঁশি নিলে সন্ধের কিনারায়
এখুনি জল ছুয়ে জাগবে
অধরের শ্বাস বারোমাস
সোনামন সোনামন সোনামন
স্বপ্নের সাদা রং
আর কার ঘুমে যায়
বুকে শুয়ে শুরু হয়ছোট্ট তিল
ঠট সোনারুপো খায়
তুলোফুল বোঝে আঙুল
রোগা পথ আপনজন
মরাগাছ কী ছোয়াচ পেয়ে ডাকছে
সোনামন সোনামন সোনামন
কেন এভাবে ভাসালে
কেন একে নিলে সন্ধের কাল ঝিল
এখুনি রেলগাড়ি শিখবে শাখেদের সুর যতদুর
সোনামন সোনামন সোনামন
অকারন নুড়িঘর এলো হরিণের মাস
রোদে রিনরিন খেলনাদিন
মেঘে জানালাবিলাস একা চুপ সুরেলা ধূপ
ছায়াপথ সারাক্ষণ ব্যথাদাগ কী সোহাগ ছুয়ে ডাকছে
সোনামন সোনামন সোনামন
কেন এভাবে তাকালে কেন
বাঁশি নিলে সন্ধের কিনারায়
এখুনি মেঘ ধুয়ে নামবে
কুমারীর ঘ্রাণ দিনমান
সোনামন সোনামন সোনামন