খুচরো কাগজ, খুচরো পাতা
হাওয়ায় হাওয়ায় গল্প-গাথা,
এদিক সেদিক ডায়েরী, খাতা
ওলোটপালট বই !
যাচ্ছে ভেঙে যাই বানাচ্ছি
হাওয়ায় হাওয়ায় ধাক্কা খাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
চাদর মোড়া দশটা সুতোর হাতি
মাটির ঘোড়া এক জোড়া দুই কোণে,
তুলোর পাখি, অধরা প্রজাতির
তিনটে, বাকি পিঁপড়ে কে আর গোনে !
গোনা, আলোচনা এ সব তো হলোই
তোমার পায়ের শব্দ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমার পায়ের শব্দ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
খসুক দেয়াল, খসুক তারা
হাওয়ায় হাওয়ায়, তোমায় ছাড়া
প্যালেট তুলি রঙের পাড়া
আমার সামান্যই !
তোমার ছবিই আঁকতে যাচ্ছি
হাওয়ায় হাওয়ায় হাত ডোবাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?
তোমার চুলের গন্ধ পাচ্ছি !
তোমায় পাচ্ছি কই ?