menu-iconlogo
huatong
huatong
avatar

Joto Dure

Warfazehuatong
sandra.charrierhuatong
Paroles
Enregistrements

চুপচাপ চারিদিক, মাতাল হাওয়া

পাখিদের কোলাহলে, মন যে হারায়

হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়

আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি

নিঃশব্দে এলে তুমি আমারই ভূবনে

গোধূলী হয়ে রবে তুমি আমারই চিরকাল

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে

কতরাত কেটেছে তোমারই আশাতে

কতকাল রয়েছি তোমারই পথ চেয়ে

কতরাত কেটেছে তোমারই আশাতে

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

চুপচাপ চারিদিক,

মাতাল হাওয়া

পাখিদের কোলাহলে,

মন যে হারায়

হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়

আমারই স্বপ্নে আঁকা এ যে তুমি

নিঃশব্দে এলে তুমি

আমারই ভূবনে

গোধূলী হয়ে রবে তুমি

আমারই চিরকাল

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

যতদূরেই থাকো রবে আমারই

হারিয়ে যেওনা কখনো তুমি

Thank You For Join....

Davantage de Warfaze

Voir toutlogo

Vous Pourriez Aimer

Joto Dure par Warfaze - Paroles et Couvertures