মেঘলা হলে দিন,একলা পরে মন,,,
কাট-তে না চায় রাত,করবি কি এখন,,,
চাইলে চলে যা যদি,না থাকে উপায়,,,
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,
মনে পড়ে বারবার,সময়ের কারবার,
রাস্তারা ফেরবার,হারিয়েছে আজ,
চাওয়ারা দের শেষ নেই,জানি তবু পারি কোই,
চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ,
চাইলে চলে যা যদি,না তাকে উপায়,
(না তাকে উপায়)
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,
This Track Arranged By
কাটিয়েছি সাথে তোর,কিছু দিন বড়জোর,
ভুলে গেছি রাত ভোর,কখন কি হয়,
চাওয়ারা দের শেষ নেই,বলে ভালোবাসবোই,
যেখানে তাকি যত,ফুরুক সময়,
চাইলে চলে যা যদি,না থাকে উপায়,
(না থাকে উপায়)
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,
সুতোই বাধা জীবন ছেড়ে,পালাবি কোথায়,