menu-iconlogo
huatong
huatong
zubin-garg-tomar-amar-prem-cover-image

Tomar Amar Prem তোমার আমার প্রেম আমি আজো বুঝি

Zubin Garghuatong
scole_starhuatong
Paroles
Enregistrements
তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি

দুরে তবু দুরে

সরে থাকতে পারিনি

কাছে এসে কানো

কাছে আসতে পারিনি

আমি আজো বুঝিনি...

আমি আজো বুঝিনি.

তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি

সুরে সুরে গানে কবিতাই

তোমাকেই খোঁজে মন.

তবু হাই

তুমি দাও না ধরা

ও ও ও ও

বারে বারে কথা থেমে জাই

আরো একা এ জীবন

মনে হই

থাকি দিসে হারা

মনের আনুরাগে

বাজে এ কোন রাগিনি

কাছে এসে কানো

কাছে আসতে পারিনি

আমি আজো বুঝিনি...

আমি আজো বুঝিনি.

তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি

এলো মেলো ঝড় এই বুকে

কিছুতেই থামে না

কমে না

তবু ভালবাসা

ও ও ও

মেঘে মেঘে ঢাখা দু চোখে

আসা রোদ ওঠে না

কাটে না

ধোয়া ধোয়া কুয়াসা

বুকের বাথা দাগে

লেখো এ কোন কাহিনি

কাছে এসে কানো

কাছে আসতে পারিনি

আমি আজো বুঝিনি...

আমি আজো বুঝিনি...

তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি

Davantage de Zubin Garg

Voir toutlogo

Vous Pourriez Aimer