menu-iconlogo
huatong
huatong
avatar

ছেমরা _ও_ছেমরা রে তুই অপরাধী রে

[আয়াত খাঁন]huatong
🦋⃟𝄟☆Aყαƭ-ҡɦαɳ☆🦋࿐🦅huatong
Lirik
Rekaman
[M]একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জরায় যতন করে আগলাইয়া রাখতাম

[F]একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জরায় যতন কইরা আগলাইয়া রাখতাম

[M]তোর হাসিমুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

[F]ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই

এখন তোর মনেতে আমার জন্য কোন জায়গা নাই

[M]তোরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখিরে

তুই যারে যা উইড়া যা রে অন্য খাঁচাতে

[F]ছেমরা ও ছেমরা রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

ছেমরা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে...

[M]ছেমরি ও ছেমরি রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

ছেমরি তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে...

[F]তোরে স্কুল পলাই একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম

[M]ওরে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম

আমি সেই গানেরি সুরে তোরে খুজিয়া লইতাম

[F]আমার একলা একা সময়গুলা কাটাই কেমনে

এত ভালবাসার পরেও আমার কম কি ছিল রে

[M]ওরে রাইতের বেলা জোনাক

পোকা কানে কানে কয়

ওরে দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়

[F]ছেমরা ও ছেমরা রে তুই অপরাধী রে..

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে

[M]আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

[F]রে রে রে রে,রে রে রে রা রি রে,

রে রে রে রে,রে রা রি রে রে রা রি রে

রে রে রে রে,রে রে রে রা রি রে,

রে রে রে রে,রে রা রি রে রে রা রি রে

[M]তোর নামের পাশে সবুজ বাত্তি আরতো জ্বলে না

এখন রাত্রি জুইড়া কেউ তো,আর মায়া লাগায় না

[F]কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না

কেউ আর ফ্লেক্সিলোডের দোকানেতেও

ভির জমায় না

[M]এখন তারার মত জ্বলে নেভে কষ্টগুলা রে

আমি গীটার এর সুর সাথে লইয়া ভালোই আছি রে

[F]ওরে রাইতে বেলা জোনাকা পোকা কানে কানে কয়

দেইখা ল রে তৃভূবনে কেউ তো কারো নয়

ছেমরা ও ছেমরা রে তুই অপরাধী রে.

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

ছেমরা তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে..

[M]ছেমরি ও ছেমরি রে তুই অপরাধী রে.

আমার যত্নে গড়া ভালবাসা দে ফিরায়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলো কে

ছেমরি তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে...এ

Selengkapnya dari [আয়াত খাঁন]

Lihat semualogo

Kamu Mungkin Menyukai