menu-iconlogo
huatong
huatong
avatar

۩দেখো আলোয় আলো আকাশ۩

অরিজিৎ সিংhuatong
miguel_a69huatong
Lirik
Rekaman
দেখো আলোয় আলো আকাশ

অরিজিৎ সিং

অসত্য হইতে আমাকে

সত্যে লইয়া যাও।

অন্ধকার হইতে আমাকে

আলোতে লইয়া যাও।

মৃত্যু হইতে আমাকে

অমৃতে লইয়া যাও।।

Prelude

অসতো মা সৎ গময়

তমসো মা জ্যোতি র্গময়

মৃত্যোর্মা অমৃতং গময়

শান্তি শান্তি ওম

শান্তি ওম, শান্তি ওম

হরি ওম তৎ সৎ

শান্তি ওম, শান্তি ওম

হরি ওম তৎ সৎ

দেখো আলোয় আলো আকাশ,

দেখো আকাশ তারায় ভরা

দেখো যাওয়ার পথের পাশে

ছোটে হাওয়া পাগলপারা

এত আনন্দ আয়োজন

সবই বৃথা আমায় ছাড়া

ভরে থাকুক আমার মুঠো

দুই চোখে থাকুক ধারা

এলো সময় রাজার মতো

হল কাজের হিসেব সারা

Interlude

বলে আয় রে ছুটে,

আয়রে ত্বরা

হেথা নাইকো মৃত্যু,

নাইকো জ্বরা

বলে আয় রে ছুটে,

আয়রে ত্বরা

হেথা নাইকো মৃত্যু

নাইকো জ্বরা

অসতো মা সৎ গময়

তমসো মা জ্যোতি র্গময়

মৃত্যোর্মা অমৃতং গময়

শান্তি শান্তি ওম

শান্তি ওম, শান্তি ওম

হরি ওম তৎ সৎ

শান্তি ওম, শান্তি ওম

হরি ওম তৎ সৎ

দেখো আলোয় আলো আকাশ

দেখো আকাশ তারায় ভরা

দেখো যাওয়ার পথের পাশে

ছোটে হাওয়া পাগলপারা

এত আনন্দ আয়োজন

সবই বৃথা আমায় ছাড়া

ভরে থাকুক আমার মুঠো

দুই চোখে থাকুক ধারা

এলো সময় রাজার মতো

হল কাজের হিসেব সারা সারা

ধন্যবাদ

Selengkapnya dari অরিজিৎ সিং

Lihat semualogo

Kamu Mungkin Menyukai