menu-iconlogo
huatong
huatong
avatar

আমার সারা দেহ খেয়ো গো মাটি

এন্ড্রু কিশোরhuatong
rasputin_starhuatong
Lirik
Rekaman
কন্ঠঃ এন্ড্রু কিশোর

সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল

গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল

ছায়াছবিঃ নয়নের আলো

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা

বেলাল আহমেদ

আমার সারা দেহ

খেয়ো গো মাটি...! ও ওও ও

এই চোখ দুটো মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ

খেয়ো গো মাটি...! ও ওও ও

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

ওরে… ইচ্ছে করে বুকের ভিতর

লুকিয়ে রাখি তারে

যেন না পারে সে যেতে

আমায় কোনদিনও ছেড়ে

আমি এই জগতে তারে ছাড়া

থাকবো না গো থাকবো না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ

খেয়ো গো মাটি...! ও ওও ও

ওরে… এই না ভুবন ছাড়তে হবে

দুদিন আগে পরে

ওরে… এই না ভুবন ছাড়তে হবে

দুদিন আগে পরে

বিধি, একই সঙ্গে রেখো মোদের

একই মাটির ঘরে

আমি এই না ঘরে থাকতে একা

পারবো না গো পারবো না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ

খেয়ো গো মাটি...! ও ওও ও

এই চোখ দুটো মাটি খেয়ো না

আমি মরে গেলেও তারে দেখার সাধ

মিটবে না গো মিটবে না

তারে এক জনমে ভালোবেসে

ভরবে না মন ভরবে না

আমার সারা দেহ

খেয়ো গো মাটি...! ও ওও ও

Selengkapnya dari এন্ড্রু কিশোর

Lihat semualogo

Kamu Mungkin Menyukai