হৃদয়ের লেনাদেনা
এপারেতে আর হবেনা,
হৃদয়ের লেনা দেনা
এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ঐ পারে
তোমার আমার দেখা হবে ঐ পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে,
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু ওইপারে
তোমার আমার দেখা হবে ওই পারে বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে
আমি জনম জনম ঘুরিয়া
তোমায় কাছে না পাইয়া,
ভালোবাসা রাখিলাম যতন করে
বন্ধু যত্ন করে।
ও.. তোমার প্রেমে মজিয়া
চোখের জলে ভাসিয়া,
কেউ জানে না কিসের আগুন
আমার অন্তরে, বন্ধু আমার অন্তরে
হৃদয়ের লেনাদেনা এপারেতে আর হবে না
হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবেনা,
দেখা হবে, দেখা হবে ওই পারে
তোমার আমার দেখা হবে ওই পারে, বন্ধু
তোমার আমার দেখা হবে ওই পারে।