[গান:স্বপ্নের মতো মনে হয়]
<<শিল্পী:এ্যান্ড্রু কিশোর>>
[আপলোড বাই:রাকিব]
<=======√=======>
স্বপ্নের মতো মনে হয়..
কি করে ভাঙলে হৃদয়
তুমিতো আমারি ছিলে..
কেনো যে আমায় কাঁদালে
স্বপ্নের মতো মনে হয়
<=======√=======>
[আপলোড বাই:রাকিব]
<=======√=======>
দিয়েছো যা প্রেম নয়,প্রতারণা
করেছো প্রেমের নামে,শুধুই ছলনা
<=======√=======>
দিয়েছো যা প্রেম নয়,প্রতারণা
করেছো প্রেমের নামে,শুধুই ছলনা
ভেবেছো কি সুখী হবে,
কি তার জবাব দেবে
কাউকে কাঁদিয়ে সুখ হয়না
স্বপ্নের মতো মনে হয়
<=======√=======>
[আপলোড বাই:রাকিব]
<=======√=======>
ভুলতে পারিনা,মনে পড়ে..
আহত হৃদয়ে,রক্ত ঝরে
<=======√=======>
ভুলতে পারিনা,মনে পড়ে
আহত হৃদয়ে,রক্ত ঝরে
বলনা কি অপরাধে
ফেরারী এমন কাঁদে
এতো ব্যাথা হৃদয়ে,আর শয়না
স্বপ্নের মতো মনে হয়
কি করে ভাঙলে হৃদয়
তুমিতো আমারি ছিলে
কেনো যে আমায় কাঁদালে
স্বপ্নের মতো মনে হয়
হুম হুম হুম হুম
আহ আহ আহা আহা
<=======√=======>
<<ধন্যবাদ সবাইকে>>