menu-iconlogo
huatong
huatong
avatar

এইতো আমার স্বর্গ/Rifat-LRB

কুমার শানু।huatong
🇧🇩Rifat-LRB☔G🅱️☔huatong
Lirik
Rekaman
এই তো আমার স্বর্গ

ছায়াছবি: মান মর্যাদা

কথা: পুলক বন্দ্যোপাধ্যায়

সুর: অজয় দাস

শিল্পী: কুমার শানু

⫸=====Rifat=====⫷

এইতো আমার স্বর্গ,

ভালোবাসার অর্ঘ্য,

পেলাম আমি বুকটা ভরিয়ে

এইতো আমার স্বর্গ,

ভালোবাসার অর্ঘ্য,

পেলাম আমি বুকটা ভরিয়ে

বোনের মমতায়,

ভাইয়ের একতায়

এ সংসারেতে

আমি আছি জড়িয়ে

এইতো আমার স্বর্গ,

ভালোবাসার অর্ঘ্য,

পেলাম আমি বুকটা ভরিয়ে

সুখের আসন চাইলে আমি,

হৃদয় দেবো পেতে,

আনন্দ গান আমায় ছেড়ে,

পারবেনা তো যেতে

সুখের আসন চাইলে আমি,

হৃদয় দেবো পেতে,

আনন্দ গান আমায় ছেড়ে,

পারবেনা তো যেতে

চেষ্টা করেও পারবেনা কেউ

এ সুখ কেড়ে নিতে

এ সুখ কেড়ে নিতে

এইতো আমার স্বর্গ,

ভালোবাসার অর্ঘ্য,

পেলাম আমি বুকটা ভরিয়ে

তোমরা যারা বাসছ ভাল,

বুঝবে সবি তারা,

কোন গরবে ধন‍্য আমি,

এ সুখ কেমন ধারা

তোমরা যারা বাসছ ভাল,

বুঝবে সবি তারা,

কোন গরবে ধন‍্য আমি,

এ সুখ কেমন ধারা

পৃথিবীতে কি আছে আর

ভালোবাসা ছাড়া

ভালোবাসা ছাড়া

এইতো আমার স্বর্গ,

ভালোবাসার অর্ঘ্য,

পেলাম আমি বুকটা ভরিয়ে

বোনের মমতায়

ভাইয়ের একতায়

এ সংসারেতে

আমি আছি জড়িয়ে

এইতো আমার স্বর্গ

ভালোবাসার অর্ঘ্য

পেলাম আমি বুকটা ভরিয়ে

পেলাম আমি বুকটা ভরিয়ে

পেলাম আমি বুকটা ভরিয়ে

⫸=ধন্যবাদ=⫷

Selengkapnya dari কুমার শানু।

Lihat semualogo

Kamu Mungkin Menyukai