শিরোনাম: কোন সোনা নেবো না
শিল্পী: মিলু & ডলি শায়ন্তনী
===আপলোড বাই===
===তামান্না [ T R N ]==
মেয়ে: কোন সোনা নেবো না
কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন
ছেলে: আমি অনেক যত্ন করে
বুকের সিন্ধুকেতে ভরে
তোমার মনটা রেখে দেব আজীবন
মেয়ে: কোন সোনা নেবো না
কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন...
===আপলোড বাই===
===তামান্না [ T R N ]==
মেয়ে: আমি করি নাকো বন্ধু কোন কলঙ্কেরই ভয়
ছেলে: ভালোবেসে মরতে পারো জানে জানুক বিশ্বময়
মেয়ে: আমি করি নাকো বন্ধু কোন কলঙ্কেরই ভয়
ছেলে: ভালোবেসে মরতে পারো জানে জানুক বিশ্বময়
মেয়ে: আমি দেব সবই দেব আমি দেব সবই দেব
তোমার জন্যে বিসর্জন
কোন সোনা নেবো না কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন
ছেলে: আমি অনেক যত্ন করে
বুকের সিন্ধুকে তে ভরে
তোমার মনটা রেখে দেব আজীবন
মেয়ে: কোন সোনা নেবো না কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন...
===আপলোড বাই===
===তামান্না [ T R N ]==
মেয়ে: আমি দিবানিশি বন্ধু
তোমার প্রেমে বিভোর হই
ছেলে: এ ভুবনে তুমি ছাড়া আমি আর তো কারো নই
মেয়ে: আমি দিবানিশি বন্ধু
তোমার প্রেমে বিভোর হই
ছেলে: এ ভুবনে তুমি ছাড়া আমি আর তো কারো নই
মেয়ে: করেছি যে তোমার কাছে করেছি যে তোমার কাছে
আজ আমায় সমর্পন।
কোন সোনা নেবো না কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন
ছেলে: আমি অনেক যত্ন করে
বুকের সিন্ধুকে তে ভরে
তোমার মনটা রেখে দেব আজীবন
মেয়ে: কোন সোনা নেবো না কোন রুপা নেবো না
তোমায় মূল্য ছাড়াই দিলাম আমার মন...
======ধন্যবাদ=====