শিরোনামঃ ভালোবাসা এমনই মায়া রে
শিল্পীঃ ইমরান / কোনাল
আপলোড বাইঃ
তামান্না [ T R N ]
মেয়েঃ ভালোবাসা এমনই মায়া.... রে
যায় না কখনো তারে ভোলা রে...
ছেলেঃ হুম ভালোবাসা এমনই মায়া রে
যায় না কখনো তারে ভোলা রে
মেয়েঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
ছেলেঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
মেয়েঃ তুমি ছাড়া বাঁচি বলো কি করে।
ছেলেঃ ও ও ও ও তুমি ছাড়া বাঁচি বলো কি করে
মেয়েঃ ভালোবাসা এমনই মায়া... রে
যায় না কখনো তারে ভোলা রে
আপলোড বাইঃ
তামান্না [ T R N ]
ছেলেঃ ও ও ও ও ও ও হো
এ হে হে হে আ আ আ হা হা
করেছো পাগল মোরে
কি জাদু মন্তরে
তোমাকেই ভাবি সারাবেলা
মেয়েঃ মরে যাবো এই আমি যদি ভুলে থাকো তুমি
আমায় করো অবহেলা
ছেলেঃ তোমারই মায়াতে বেঁধেছি এমন
মেয়েঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
ছেলেঃ তুমি ছাড়া বাঁচি বলো কি করে
মেয়েঃ হুম হুম হুম হুম তুমি ছাড়া বাঁচি বলো কি করে
ছেলেঃ ভালোবাসা এমনই মায়া রে
যায় না কখনো তারে ভোলা রে
আপলোড বাই=
তামান্না [ T R N ]
মেয়েঃ একই দেহে দুটি মন
এ প্রেমের বন্ধন
থাকবে অমর পৃথিবীতে
ছেলেঃ হৃদয়ে খোদাই করে রেখেছি গো আমি যারে
পারবে না কেউ মুছে দিতে
মেয়েঃ তোমারই মায়া তে বেঁধেছি এ মন
ছেলেঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
মেয়েঃ তুমি ছাড়া বাঁচি বলো কি করে
ছেলেঃ ও ও ও ও তুমি ছাড়া বাঁচি বলো কি করে
মেয়েঃ ভালোবাসা এমনই মায়া রে
যায় না কখনো তারে ভোলা রে
ছেলেঃ হুম ভালোবাসা এমনই মায়া রে
যায় না কখনো তারে ভোলা রে
মেয়েঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
ছেলেঃ তোমারই মায়াতে বেঁধেছি এ মন
মেয়েঃ তুমি ছাড়া বাঁচি বলো কি করে
ছেলেঃ ও ও ও ও ও তুমি ছাড়া বাঁচি বলো কি করে
মেয়েঃ ভালোবাসা এমনই মায়া রে
যায় না কখনো তারে ভোলা রে
===== ধন্যবাদ ====