menu-iconlogo
huatong
huatong
avatar

দূরত্ব Durotto Imran Taskin

দূরত্ব/ইমরান/গানসুর Altafkhanhuatong
Altafkhan_REDhuatong
Lirik
Rekaman
Imran and Taskina Durotto

⌨︎⌨UploadedBy⌨︎⌨︎

⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎

⌨︎⌨︎FollowMe⌨︎⌨︎

M)তুমি এখন অন্য কারো

দূরত্ব টা হচ্ছে বড়ো

বদলে গেছে দিন।

F}তুমি এখন অন্য কারো

দূরত্ব টা হচ্ছে বড়ো

বদলে গেছে দিন।

M)তোমার আকাশ রঙ্গীন আলো

আমার অন্ধকার,

তোমার সস্তা প্রেমের কথা

কি যে চমৎকার।

F}ফিরে যাবো তোমার কাছেই

নেই তো অধিকার।।

⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎

⌨︎⌨︎FollowMe⌨︎⌨︎

M) বৈরী হাওয়া বইছে এখন

হৃদয় জুড়ে ব্যথার দমন,

কষ্ট গুলো হচ্ছে জড় মনের আঙিনায়।

F} বদলে গেছে আওয়াজ তোমার

নেই তো কোমল সুরের বাহার,

আমার কথা আঁকো না আর

তোমার কবিতায়।

অভিমানের অনেক স্মৃতি

হাতড়ে বেড়াই রোজ,

অশ্রু ভেজা ঝাপসা চোখে

মিথ্যে মায়ার খোঁজ।।

Hmm hmm hmm hm

⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎

M) ফুরিয়ে গেছে সব আয়োজন

কোথাও আমার নেই প্রয়োজন

ভুলের সাথে করছি আমি নিত্য বসবাস।

F} জীবন যেন মৃত নদী

পাইনি তো সুখ আজ অবধি,

আঁধার কালো মেঘে ঢাকা আমারই আকাশ।

অভিমানের অনেক স্মৃতি

হাতড়ে বেড়াই রোজ,

M) অশ্রু ভেজা ঝাপসা চোখে

মিথ্যে মায়ার খোঁজ।

F} তুমি এখন অন্য কারো

দূরত্ব টা হচ্ছে বড়ো

বদলে গেছে দিন।

M} তোমার আকাশ রঙীন আলো

আমার অন্ধকার,

তোমার সস্তা প্রেমের কথা

কি যে চমৎকার।

F} ফিরে যাবো তোমার কাছেই

নেই তো অধিকার।।

[[[♪♪♪~~ThankS~~♪♪♪]]]

Kamu Mungkin Menyukai