দূর দ্বীপবাসিনী, 
দূর দ্বীপবাসিনী, 
চিনি তোমারে চিনি 
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো 
সুমন্দ ভাষিনী 
দূর দ্বীপবাসিনী, 
চিনি তোমারে চিনি 
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো 
সুমন্দ ভাষিনী 
দূর দ্বীপবাসিনী, 
আ ..আ... আ....আ........... 
নবধারা সংগীত ভুবন 
Mr.Sam 
প্রশান্ত সাগরে, তুফানে ও ঝড়ে 
প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে 
শুনেছি তোমারি অশান্ত রাগিনী 
শুনেছি তোমারি অশান্ত রাগিনী 
দূর দ্বীপবাসিনী, 
চিনি তোমারে চিনি 
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো 
সুমন্দ ভাষিনী, দূর দ্বীপবাসিনী। 
নবধারা 
Mr.Sam 
বাজাও কি বন সুর পাহাড়ি বাঁশিতে 
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাঁসিতে 
বাজাও কি বন সুর পাহাড়ি বাঁশিতে 
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাঁসিতে 
তব কবরী মূলে, নব এলাচেরও ফুল 
দোলে কুসুম বিলাসিনী। 
দূর দ্বীপবাসিনী, 
চিনি তোমারে চিনি 
দারুচিনিরও দেশে, 
তুমি বিদেশিনী গো 
সুমন্দ ভাষিনী, 
দূর দ্বীপবাসিনী ..8x