menu-iconlogo
huatong
huatong
avatar

Nohe Nohe Proyo/নহে নহে প্রিয়_Asha Bhushle

নবধারাhuatong
༄bᵈ᭄🍁𝕄ℝ.𝕊𝔸𝕄🍁࿐নবধারাhuatong
Lirik
Rekaman
আ.......আ.....আ.......

আ........আ....আ.......

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

মলিন হয়েছে ঘুমে

চোখের কাজল

মলিন হয়েছে ঘুমে

চোখের কাজল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

হেরিয়া নিশি প্রভাতে

শিশির কমল-পাতে

হেরিয়া নিশি প্রভাতে

শিশির কমল-পাতে

ভাব বুঝি বেদনাতে

কেঁদেছে কমল

ভাব বুঝি বেদনাতে

কেঁদেছে কমল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

মরুতে চরণ ফেলে

কেন বন-মৃগ এলে

মরুতে চরণ ফেলে

কেন বন-মৃগ এলে

সলিল চাহিতে পেলে

মরীচিকা-ছল

সলিল চাহিতে পেলে

মরীচিকা-ছল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নবধারা সংগীত ভুবন

Mr.Sam

এ শুধু শীতের মেঘে

কপট কুয়াশা লেগে

এ শুধু শীতের মেঘে

কপট কুয়াশা লেগে

ছলনা উঠেছে জেগে

এ নহে বাদল

ছলনা উঠেছে জেগে

এ নহে বাদল

এ নহে বাদল

এ নহে বাদল

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

মলিন হয়েছে ঘুমে

চোখের কাজল

মলিন হয়েছে ঘুমে

চোখের কাজল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

নহে নহে প্রিয়

এ নয় আঁখি-জল

এ নয় আঁখি-জল

এ নয় আঁখি-জল

Selengkapnya dari নবধারা

Lihat semualogo

Kamu Mungkin Menyukai