menu-iconlogo
huatong
huatong
avatar

Takla

বাংলা র‍্যপ গানhuatong
꧁𓊈𒆜ᖇᎯKIB𒆜𓊉꧂huatong
Lirik
Rekaman
টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

মেন রোডে গিয়ে বাসস্টপে

দাঁড়াতেই দেখি সে যেই পাশে

আমায় দেখে মুচকি হাসে

হেলপার হব তার মনের বাসে

খালি টান দিব গাড়ি আমি বুম বুম

প্রেম নেশায় চোখদুটো ঘুম ঘুম

এটা বৃষ্টিতে দেখি সব ঝুম ঝুম

মনের প্রেমের বিটা বাজে বোম্বা বোম্বা বোম

গরম লাগে আমার দুপুরে

শিহরিত তোমার নুপুরে

ঝাপ দিবো আমি প্রেমের পুকুরে কিন্তু ডুকবো না

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনা

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনারে

আজ দেখা হল জ্যামের মাঝে

শাড়ি পরা লাল চুড়ি হাতে

দাঁড়িয়ে আমি ঝাল মুড়ি হাতে

আচমকা ফেঁসে গেলো রিস্কার সাথে

মামা টান দিল রিস্কা টা ভ্রুম ভ্রুম

তোমার চুড়িতে আওয়াজ বাজে ঝুম ঝুম

তোমার হাসি থেকে হয়ে গেলাম ঘুম ঘুম

মনের প্রেমের বিটা বাজে বোম্বা বোম্বা বোম

গরম লাগে আমার দুপুরে

শিহরিত তোমার নুপুরে

ঝাপ দিবো আমি প্রেমের পুকুরে কিন্তু ডুকবো না

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনা

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনারে

ভাইয়ার বাতাসে চুল লোরে না

স্টেডিয়াম টা ভরে না

ডাক্তার, কবিরাজ, কিছু যে কাজ করে না

দিনের পর দিন মাথা করে চক চক

দামি তেল শ্যাম্পু লাগে না তো হট শট

লাভ হবে না কিছু করে

টাকা সব গেল উড়ে উড়ে

চুল নাই তার মাথার উপরে শান্তি মেলে না

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনা

ও মেয়ে কাছে আসো না

আমায় ভালোবাসো না

এই মনটাকে এইভাবে নিয়ে উড়াল দিওনারে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

টাটাক টাটাক টাটাক টাকলা রে

Thanks

Selengkapnya dari বাংলা র‍্যপ গান

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

Takla oleh বাংলা র‍্যপ গান - Lirik & Cover