***ভালবাসার গল্প ফ্যামেলি***
***আপলোড যুবরাজ***
আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না
ওখানেই শেষ করে দিও
চাইবো না কিছুই তোমার
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ওওওও ভালোবেসে ছিলাম তোমায়
***আপলোড যুবরাজ***
পুরোনো স্মৃতি গুলো মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও
পুরোনো স্মৃতি গুলো মন থেকে তুমি মুছে দিও
আবার নতুন করে এ জীবন সাজিয়ে নিও
সেই চেনা সুরে সেই চেনা নাম দরে
ডেকো না আমায়
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ওওওও ভালোবেসে ছিলাম তোমায়
***পছন্দ যুবরাজ***
কখনো ভূল করে সমাধিতে ফুল দিও না
আমার মরন দিনে চোখে জল তুমি এনোনা
কখনো ভূল করে সমাধিতে ফুল দিও না
আমার মরন দিনে চোখে জল তুমি এনোনা
থাকনা পরে সমাধির ও পরে ঝড়ানো পাতা
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ওওওও ভালোবেসে ছিলাম তোমায়
আমি মরে গেলে জানি তুমি কাঁদবে না
ওখানেই শেষ করে দিও
চাইবো না কিছুই তোমার
শুধু মনে রেখো কোন একদিন
ভালোবেসে ছিলাম তোমায়
ওওওও ভালোবেসে ছিলাম তোমায়
+++ধন্যবাদ+++