menu-iconlogo
huatong
huatong
avatar

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে je khoti ami niyechilam mene

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
Md.Raton_ABS🇧🇩huatong
Lirik
Rekaman
যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

শিল্পীঃমান্নাদে

Uploaded by

Md.Raton_ABS🇧🇩

======================

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

সেই ক্ষতি পূরণ করতে কেন এলে

কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

======================

Created by ABS

======================

আমি যে সব কথা গিয়েছিলাম ভুলে

রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে

যে সব কথা গিয়েছিলাম ভুলে

রেখেছিলাম অন্ধকারের বন্ধ খাঁচায় তুলে

সেই পাখি কে ডাকলে কেন নতুন পাখা মেলে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

====================

Created by ABS

====================

আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব

পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব

আমার যা কিছু আকাঙ্খা যা কিছু অনুভব

পাথর হয়ে বুকের মাঝে জমেছিলো সব

=====================

Created by ABS

=====================

সেই পাথর চাপা ঝর্ণাকে আবার বললে কেন

সময় হলো নদী হয়ে যাবার

জানিনা তো কোন মরুতে রাখবে তারে ফেলে

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

সেই ক্ষতি পুরন করতে কেন এলে

কি খেলা তুমি নতুন করে যাবে আবার খেলে

যে ক্ষতি যে... ক্ষতি

যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

Selengkapnya dari মান্না দে Manna Dey,Prabhas Dey

Lihat semualogo

Kamu Mungkin Menyukai