menu-iconlogo
huatong
huatong
avatar

একাকী মন আজ নিরবে

রাকিবhuatong
mmmy19962000huatong
Lirik
Rekaman
আ আ আ আ আ আ আ...

একাকি মন আজ নিরবে

বিবাগি তোমার অনুভবে

ফেরারি প্রেম খুজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝ কিনা

একাকি মন আজ নিরবে

বিবাগি তোমার অনুভবে

ফেরারি প্রেম খুজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝ কিনা

বিরহ নীলে নীলে বাধে বাসা

অজানা ব্যাথায়

অধরা তারাগুলি কাদে বেদনায়

খেয়ালি তুমি কোথায়...

দিনের আলোর শেষে

যখন রাত নামে

তোমাকেই খুঁজে পাই

আঁধারের শিরোনামে

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

নিথর চোখের কোনে

অথৈ শুন্যতা

ভাবনার বন্দরে

চাঁদ জাগে অপূর্ণতায়

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

একাকী মন আজ নীরবে

বিবাগী তোমার অনুভবে

ফেরারী প্রেম খোঁজে ঠিকানা

আকাশে মেঘ মানে বোঝো কিনা

বিরহ নীলে নীলে বাঁধে বাসা

অজানা ব্যথায়

অধরা তারাগুলো কাঁদে বেদনায়

খেয়ালী তুমি কোথায়

Selengkapnya dari রাকিব

Lihat semualogo

Kamu Mungkin Menyukai