menu-iconlogo
huatong
huatong
avatar

যদি তোর ডাক শুনে কেউ না আসে( jodi tor daak suney keo na asey)

রেজা খাঁনhuatong
Reza_Khan_BPMC_15huatong
Lirik
Rekaman
যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

(রবীন্দ্র সংগীত)

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

একলা চলো, একলা চলো,

একলা চলো,একলা চলো রে

একলা চলো, একলা চলো,

একলা চলো,একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি কেউ কথা না কয়

ওরে ও ও অভাগা,

কেউ কথা না কয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে

সবাই করে ভয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে

সবাই করে ভয়

তবে পরান খুলে

মুখ ফুটে তোর মনের কথা

একলা বলো রে

মুখ ফুটে তোর মনের কথা

একলা বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি সবাই ফিরে যায়

ওরে ও ও অভাগা,

সবাই ফিরে যায়

যদি গহন পথে যাবার কালে

কেউ ফিরে না চায়

যদি গহন পথে যাবার কালে

কেউ ফিরে না চায়

তবে পথের কাঁটা

ও তুই রক্তমাখা চরণতলে

একলা দলো রে

ও তুই রক্তমাখা চরণতলে

একলা দলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

যদি আলো না ধরে

ওরে ও ও অভাগা, আলো না ধরে

যদি ঝড়-বাদলে আঁধার রাতে

দুয়ার দেয় ঘরে

যদি ঝড়-বাদলে আঁধার রাতে

দুয়ার দেয় ঘরে

তবে বজ্রানলে..

আপন বুকের পাঁজর জ্বালিয়ে

একলা জ্বলো রে

আপন বুকের পাঁজর জ্বালিয়ে

একলা জ্বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে

Selengkapnya dari রেজা খাঁন

Lihat semualogo

Kamu Mungkin Menyukai

যদি তোর ডাক শুনে কেউ না আসে( jodi tor daak suney keo na asey) oleh রেজা খাঁন - Lirik & Cover