menu-iconlogo
huatong
huatong
avatar

Baro maya maya lagey go

রেজা খাঁনhuatong
Reza_Khan_BPMC_15huatong
Lirik
Rekaman
বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

যতই দেখি লাগে ভালো

যতই দেখি লাগে ভালো

পারিনা চোখ ফেরাতে

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে..

চন্দ্র সূর্য হার মানায়

তোমার রুপেতে..

চন্দ্র সূর্য হার মানায়

তোমার রুপেতে

বাগানের ফুল ঝরে পরে

বাগানের ফুল ঝরে পরে

তোমার হাসিতে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

তোমার রুপের ঝলক লাগে

অধিক তারা হইতে

তোমার রুপের ঝলক লাগে

অধিক তারা হইতে

মনি মুক্তা যেনো মাখা

মনি মুক্তা যেনো মাখা

তোমার গায়েতে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

তোমার রুপের বাহার দেখে আমি

ভাবি মনেতে

রুপের বাহার দেখে আমি

ভাবি মনেতে

আসমান হইতে যেনো পরী

//=REZA_KHAN=//

আসমান হইতে যেনো পরী

নামছে জমিতে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

তোমার রুপসাগরে ঢেউ তুলেছে

আমার বুকেতে

রুপসাগরে ঢেউ তুলেছে

আমার বুকেতে

দিলে সারা যাবে মারা

দিলে সারা যাবে মারা

দারুন খুশীতে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

যতই দেখি লাগে ভালো

যতই দেখি লাগে ভালো

পারিনা চোখ ফেরাতে

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

বড় মায়া মায়া লাগে গো

তোমায় দেখিতে

Selengkapnya dari রেজা খাঁন

Lihat semualogo

Kamu Mungkin Menyukai