menu-iconlogo
huatong
huatong
avatar

HD কারে দেখাব মনের দুঃখ গো

শিল্পীঃ এন্ড্রু কিশোরhuatong
pinkribbon_starhuatong
Lirik
Rekaman
কারে দেখাবো মনের দুঃখ গো

Md Korimul Hoqe

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

Md Korimul Hoqe

কথা ছিল সঙ্গে নিব

সঙ্গে আমায় নাহি নিলো গো

কথা ছিল সঙ্গে নিব

সঙ্গে আমায় নাহি নিলো গো

আমারে একলা থুইয়া,

আমারে একলা থুইয়া

রইলো কোথায় গিয়া জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

Md Korimul Hoqe

ও ঘর বাধিবো সখীর সনে

কত আশা ছিল মনে গো।

ঘর বাধিবো সখীর সনে

কত আশা ছিল মনে গো।

ভাঙিলো আদরের জোড়া,

ভাঙিলো আদরের জোড়া

কি যে গেলো হইয়া

জ্বলে রইয়া রইয়া।

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া

অন্তরে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া।

Follow Me

Thanks for joining

Selengkapnya dari শিল্পীঃ এন্ড্রু কিশোর

Lihat semualogo

Kamu Mungkin Menyukai