আকাশ দেখে হচ্ছে মনে
শিল্পী -সন্ধ্যা মুখোপাধ্যায়
------------------
আকাশ দেখে হচ্ছে মনে
একটু পরে আরো কালোই হবে,
বৃষ্টি এলে আমি না গেলে
ভালোই হবে বেশ ভালোই হবে,
আকাশ দেখে হচ্ছে মনে
একটু পরে আরো কালোই হবে,
বৃষ্টি এলে আমি না গেলে
ভালোই হবে বেশ ভালোই হবে,
-----------------
কয়েকশোবার দেখো না ঘড়ি
ভাবো না হয় কেন হচ্ছে দেরি,
কয়েকশোবার দেখো না ঘড়ি
ভাবো না হয় কেন হচ্ছে দেরি,
লাগুক না ঝড় সাজানো ঘর,
একটু না হয় এলোমেলোই হবে,
ভালোই হবে বৃষ্টি এলে আমি না গেলে,
ভালোই হবে বেশ ভালোই হবে,
-----------------
দেখাই যাক না আজ কি যে করো
থাকো বসে না বেরিয়ে পড়ো,
দেখাই যাক না আজ কি যে করো
থাকো বসে না বেরিয়ে পড়ো,
একটু যাচাই করি যদি,
বিশেষ এমন তাতে নাইতো ক্ষতি,
একটু যাচাই করি যদি,
বিশেষ এমন তাতে নাইতো ক্ষতি,
যা খুশি বলো রাগেই জ্বলো,
মেঘ কাটলেই তো আলোই হবে,
ভালোই হবে বেশ ভালই হবে,
আকাশ দেখে হচ্ছে মনে
একটু পরে আরো কালোই হবে,
বৃষ্টি এলে আমি না গেলে
ভালোই হবে বেশ ভালোই হবে,
ভালোই হবে বেশ ভালোই হবে,
ভালোই হবে বেশ ভালোই হবে,
- সমাপ্ত -