menu-iconlogo
huatong
huatong
avatar

সময় হয়েছে, ফিরে যাওয়ার/Somoy Hoyeche Fire Jawor

সাবিনা ইয়াসমিনhuatong
ONGKUR🌱huatong
Lirik
Rekaman
গানঃ সময় হয়েছে, ফিরে যাওয়ার

কন্ঠঃ সাবিনা ইয়াসমিন

ছায়াছবিঃ আদরের সন্তান

Orient Singer Site (OSS)

সময় হয়েছে, ফিরে যাওয়ার।

মন কেন যেতে চায়না

বলনা, মন কেন যেতে চায়না।

আরো কিছুক্ষণ, থাকতে এ মন

কেন যে বারে বারে ধরে বায়না।

ও সময় হয়েছে, ফিরে যাওয়ার।

মন কেন যেতে চায়না

বলনা, মন কেন যেতে চায়না।

জমার খাতায় শুধু, জমা হলো ব্যথা

কখনো হলোনা বলা, হৃদয়ের কথা।

আমি যার বুকে দিয়েছি আগুন

সে আমার জীবনে এনেছে ফাগুন।

যদি যেতে চায় মন, কেন শুধু অকারণ

এ দুটি চরন আমায়, যেতে দেয়না।

সময় হয়েছে, ফিরে যাওয়ার

মন কেন যেতে চায়না

বলনা, মন কেন যেতে চায়না।

ভুল বুঝে যদি কেও দূরে দূরে থাকে

আমি শুধু বেচে রবো,ভালোবেসে তাকে।

মরার আগে আমি, নীরবে মরেছি

হৃদয়ে রেখেছি তারে, পরানে বেধেছি।

এ চিঠি নেবেনা কেও, দুচোখে জলের ঢেউ

কেদে কেদে বুঝি আর, শেষ হয়না।

সময় হয়েছে, ফিরে যাওয়ার।

মন কেন যেতে চায়না

বলনা মন কেন যেতে চায়না।

আরো কিছুক্ষণ, থাকতে এ মন

কেন যে বারে বারে ধরে বায়না।

ও সময় হয়েছে, ফিরে যাওয়ার

মন কেন যেতে চায়না

বলনা মন কেন যেতে চায়না।

Selengkapnya dari সাবিনা ইয়াসমিন

Lihat semualogo

Kamu Mungkin Menyukai