menu-iconlogo
huatong
huatong
avatar

ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও

🦋⃟ᴠͥɪͣᴘͫAtik🐦𝄟⃝🦋huatong
❥͢≛⃝🕊️𝑨𝒕𝒊𝒌🦋𝒽𝒶𝓈𝒶𝓃4★🕊️huatong
Lirik
Rekaman
ভুল বুঝে চলে যাও,,, যত খুশি ব্যাথা দাও

Album name: Onurager Manush - অনুরাগের মানুষ

====আপলোড বাই====

**বিষাদ সিন্ধু** ফ্যামিলি ক্যাপ্টেন

====আতিক====

===ID<>100004571716===

___________________________________________

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নীরবে সইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নীরবে সইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো

==================

====আপলোড বাই====

**বিষাদ সিন্ধু** ফ্যামিলি ক্যাপ্টেন

====আতিক====

===ID<>100004571716===

___________________________________________

মন গগনে ফুলও বনে;

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম ;

প্রথম গানের কলি।

=============

মন গগনে ফুলও বনে;

তুমি বনমালী

আমি তো সেদিন ছিলাম ;

প্রথম গানের কলি।

দুটি বীনা একটি সুর

ভালোবাসা কি মধুর

============

দুটি বীনা একটি সুর

ভালোবাসা কি মধুর

তোমায় ছেড়ে যত দূরে রইবো,বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো,বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

=============

====আপলোড বাই====

**বিষাদ সিন্ধু** ফ্যামিলি ক্যাপ্টেন

====আতিক====

===ID<>100004571716===

___________________________________________

যে গানেরই বিনিময়ে,

ভালোবাসা বাসি

সেই গানের ছন্দে দিতাম,

মুক্তাঝরা হাসি।

=============

যে গানেরই বিনিময়ে,

ভালোবাসা বাসি

সেই গানের ছন্দে দিতাম,

মুক্তাঝরা হাসি।

মিলন রজনী;

আজও তো ভুলিনি

=============

মিলন রজনী;

আজও তো ভুলিনি

বিরহ রাগিনী হয়ে বাচবো বন্ধুরে।

তোমার লেখা গান আমি গাইবো,বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো

==============

====আপলোড বাই====

**বিষাদ সিন্ধু** ফ্যামিলি ক্যাপ্টেন

====আতিক====

===ID<>100004571716===

___________________________________________

ভাই বল বন্ধু বল,

কেউ রবে না পাশে মাতাল

রাজ্জাকেরি ওপারের ডাক

যদি নেমে আসে

==============

ভাই বল বন্ধু বল,

কেউ রবে না পাশে মাতাল

রাজ্জাকেরি ওপারের ডাক

যদি নেমে আসে।

ধুলো কাদা মুছিয়া;

বন্ধুয়ার কাছে যাইয়া

=============

ধুলো কাদা মুছিয়া;

বন্ধুয়ার কাছে যাইয়া

চরণে লুটিয়ে আমি রইবো বন্ধুরে

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

ভুল বুঝে চলে যাও,

যত খুশি ব্যাথা দাও

সব ব্যাথা নীরবে সইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে,

====ধন্যবাদ====

Selengkapnya dari 🦋⃟ᴠͥɪͣᴘͫAtik🐦𝄟⃝🦋

Lihat semualogo

Kamu Mungkin Menyukai